, , , ,

নাচোলে  খামারে আগুন লেগে ২৭টি গরু পুড়ে ছাই

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ  

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরুর খামার আগুন লেগে ২৭ টি গরু পুড়ে  ছাই হবার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার  সন্ধ্যায়  উপজেলার ১ নং কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলহাজ্ব সমির উদ্দিনে,  ছেলে আলহাজ্ব সলেমানের খামার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্হানীয় লোক জন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে।
কসবা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম  জাকারিয়া  জানান,  সন্ধার পড়ে খামারে মশা তারানোর জন্য   সজ্জাল  খড় দিয়ে  চাড়া দিয়ে  ধোঁয়া তৈরি ।  করে নামাজ পড়তে যায়,  নামাজ  পড়ে আসার সময় দেখতে পাইযে খামাড়ে দাউ দাউ করে আগুন  জ্বলছে।  পরবর্তীতে আগুন  বৈদ্যুতিক তাড়ের সাথে  সংযোক্ত হয়ে এই সুত্রপাত  ঘটে।  খামারে থাকা সমস্ত অর্থাৎ ২৭টি  গরু আগুনে পুড়ে মারা যাই।
নাচোল থানার ওসি  মিন্টু রহমান   জানান খবর পেয়ে  ঘটনা স্থানে  ও উপজেলা নির্বাহী অফিসার  এবং গোমস্তাপুর সার্কেল  অফিসার যাই।  খামারে আগুন লেগে।  ২৭টি গরু পুড়ে মারা যাই,  তার মধ্যে  তিনটি  বড় ষাড় গরু  এবং ২২টি শাহীওয়াল বড় বকনা  এবং  ২টি বাছুর গরু। যার আনুমানিক  ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকার মতো হবে।  বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,  নাচোল থানায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225