, , ,

মোংলায় যুবলীগ নেতা হত্যার মামলায় ৫ আসামি গ্রেপ্তার

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের যুবলীগ নেতাকে খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখকে প্রধাণ আসামি করে ২১ জনের বিরুদ্ধে দায়েরের পর ৫ আসামিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল ) সকালে এ হত্যা মামলা দায়ের করেন নিহত যুবলীগ নেতার বড় ভাই কাদের সরদার।
ওই এলাকায় একটি বিদমান চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপহ্ম স্থানীয় ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখ গংয়ের হামলায় যুবলীগ নেতা মোতাহার সরদার নিহত হন।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ গং বকুলতলা এলাকার যুবলীগ নেতা মোতাহার সরদার এর চিংড়ি ঘের দখল নিতে এ হামলা চালান।
এসময় হামলাকারীরা মোতাহার সহ তার সাথে থাকা আরও ৬ জনকে কুপিয়ে জখম করেন। হামলায় গুরুতর আহতদের মধ্যে মোতাহার রাতেই মারা যান। এ হত্যাকান্ডের দুই দিন পর খুন হওয়া মোতাহার সরদারের বড় ভাই কাদের সরদার বাদী
হয়ে বৃহস্পতিবার সকালে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।  এ মামলায় ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখকে প্রধাণ আসামি করা হয়েছে। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করেন।
এদিকে মামলা দায়ের পর মোংলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদেরকে বিকেলে বাগেরহাট আদালতের মধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলায় খুনের ঘটনায় ইউপি মেম্বার আব্দুল্লাহ শেখকে প্রধাণ আসামি করে ২১জনের নাম সহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225