, , , ,

দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ

” সঠিক পুষ্টিতে সুস্থ জীবন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা।

২৩ এপ্রিল, ২০২২ শনিবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় সমন্বয় কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমন্বয় কমিটির উপদেষ্টা সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য-সচিব সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আরোজ উল্লাহ।

দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ এর প্রানবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা গোলাম কিবরিয়া, ২নং সুন্দরবন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ ও পল্লীশ্রী ট্রেইনার রওনক লায়লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান সহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ এর কর্মসূচির দ্বিতীয় দিনে (২৪ এপ্রিল, ২০২২) উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রে এবং জেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব নিয়ে তুলে ধরে আলোচনা সভা/সেমিনারের আয়োজন করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225