কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১০ মে ) বিকেলে উদযাপন করা হয়েছে।
উপজেলার গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক মুক্তির লড়াই ও বিপ্লবী জনতার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি মোঃ কাবিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন । এতে আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ্ আলম (সাগর) খোয়ার মোড় মসজিদের ইমাম মোঃ সেকেন্দার আলী, দৈনিক জনতার ইশতেহার পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি শ্রী উত্তম কুমারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।