, , , ,

৭১ টিভির বরগুনা প্রতিনিধি বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে তালতলীতে মানববন্ধন

স্টফ রিপোর্টার:

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাইজিংবিডি ডটকম ও একাত্তর টিভির বরগুনা জেলা প্রতিনিধি ইমরান টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। তালতলী সকল সাংবাদিক সংগঠনের উদ্যোগে বুধবার (৩রা আগস্ট) বেলা ১১টায় তালতলী সদর রোডে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করেন সাংবাদিকরা।

 

তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চলনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম কিবরিয়া সোহাগ। এ সময় বক্তব্য রাখেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি, মাহমুদুল হাসান, সাংবাদিক ঐক্য জোটের সভাপতি আবুল হাসান প্রমুখ।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার প্রধান বাধা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন দুর্নীতিবাজদের এক শক্তিশালী হাতিয়ার। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ফলে অপরাধীদের বিচার না হয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়। তারা অনতিবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান সরকারের কাছে।

 

তারা বলেন, ইমরান টিটুসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের দমন করা যাবে না। সারা দেশের সাংবাদিকরা এখন ঐক্যবদ্ধ। সাংবাদিক দমনের এই কালো আইন দ্রুত বাতিলের সিদ্ধান্ত না নিলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন তারা।

 

উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহ্যবাহী ইয়ার উদ্দিন খলিফার মাজারের দুর্নীতি নিয়ে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন টিটুর অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয় একাত্তর টিভিতে। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিকের ভাগ্নে বাদল ওরফে বাক্স বাদল প্রতিবেদনটি না করার জন্য একাত্তর টেলিভিশনের বরগুনা অফিসে এসে সাংবাদিক ইমরান হোসেনকে ঘুষের প্রস্তাব দেন। পরে ঘুষের প্রস্তাবের ভিডিওসহ প্রতিবেদনটি একাত্তর টিভিতে প্রচার হলে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এরপর এপ্রিল মাসের ৫ তারিখ বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঘুষ দিতে আসা বাদল ফকির। এরপর ইমরান টিটুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরগুনা ও পটুয়াখালী উপজেলার সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচির ডাক দেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225