স্টাফ রিপোর্টার
বরগুনার তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কড়ইবাড়িয়া কারিগরি স্কুল এন্ড কলেজে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্পশোনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় অধ্যক্ষ খবির উদ্দিন পনু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন তালুকদার, শারিকখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ রব মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। #