, , , ,

তালতলীতে দু’গ্রুপের সভা পন্ড প্রশাসনের ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে একই সময় বিএনপি’র দু’গ্রুপের বিক্ষোভ সমাবেশ ও আ’লীগের শোক দিবস পালনের ঘোষনায় আইন শৃংখলা বিঘ্ন ও বিভিন্ন সংঘাত এরাতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম সাদিক তানভীর সোমবার বেলা ২টায় এ আদেশ জারি করেন।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটি কর্তৃক শনিবার বিকেল ৩টায় তালতলী বন্দর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। একই তারিখ ও সময় আহবায়ক কমিটিতে পদবি ত নেতা কর্মিরাও পার্শ্ববর্তী বন্দরস্থ হাই স্কুল রোড বটতলা মোড়ে উৎকোচ গ্রহনের অভিযোগ এনে আওয়ামীলীগের এজেন্টদের দ্বারা গঠিত বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। অন্যদিকে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তালতলী বন্দর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালতলী বন্দর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার কারণে আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান স্থগিত করেছি।
এ বিষয়ে ইউএনও এসএম সাদিক তানবীর বলেন, একই স্থানে ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পরিস্থিতি সাভাবিক রাখতে ও সংঘাতের আশঙ্কা এরাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225