, , , ,

সীতাকুণ্ডে ইপসা সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে মেধা ভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
ইয়াং পাউয়ার সোশ্যাল ইন এ্যাকশন
(ইপসা) সমৃদ্ধি কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং একাদশ ও দ্বাদশ শ্রেনিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের ) উপবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ইপসা সৈয়দপুর সমৃদ্ধি শাখায় পিকেএসএফ এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
সীতাকুণ্ডের হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট এর নির্বাহী পরিচালক ও সীতাকুণ্ডের সমিতির সাবেক সভাপতি লায়ন মো গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী।
ইপসা সৈয়দপুর ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর, ডা: গোলাম মহিউদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইপসা অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, সীতাকুণ্ড সমিতির সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, অর্থ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, ইপসা সৈয়দপুর সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন এনামুল হক শান্ত।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মোঃ নুরুন নবী, অভিভাবক মোঃ ফিরোজ খান, পারভিন অক্তার, শিক্ষার্থী ফাহমিদা আক্তার।
ইপসা এ পর্যন্ত সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নে ৩৫ জনকে ৪২০০০০ টাকা, কাউখালী ইউনিয়নে ৩০ জনকে ৩৬০০০০ টাকা এবং পানছড়ি ইউনিয়নে ৩২ জনকে ৩৮৪০০০ টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
ইপসা সীতাকুন্ড সহ  চট্রগ্রাম বিভাগের বিবিন্ন জেলায় সমাজ উন্নয়নে কাজ করে আসছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225