মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি জমি থেকে বাবলু প্রামাণিক নামে (৪৮) এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার কবরস্থানের পাশে একটি কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ভ্যানচালক উপজেলার মশিপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সে পোতাজিয়া নতুনপাড়ায় ৩৫ বছর ধরে ভাড়া বাড়িতে বসবাস করেন।
এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কবরস্থানের পাশে একটি কৃষি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে এবং রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Hk
Facebook Comments Box