, , , , ,

জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা

বরগুনা প্রতিনিধি: 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার নব গঠিত বরগুনা জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরগুনার সার্বজনীন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অমল কৃষ্ণ তালুকদার নন্দ।

পরিচিতি সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের নব গঠিত কমিটির সদস্য সচিব জয়দেব রায়। এরপর কেন্দ্রীয় কমিটির সদস্য অমল কৃষ্ণ তালুকদার নন্দ নবগঠিত আহ্বায়ক কমিটিকে পরিচিতি করিয়ে দেন। এরপর বরগুনার ৬টি উপজেলা থেকে আগত পূজা উদযাপনের নেতৃবৃন্ধ নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের নব গঠিত কমিটির আহ্বায়ক অ্যাড. সুশান্ত কুমার বেপারি, বরগুনা আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি সন্তোষ কর্মকার, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শরৎ চন্দ্র হালদার, পরিমল তালুকদার, বাংলাদেশ সেবাশ্রম এর প্রধান উপদেষ্টা বাদল দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ সভাপতি কৃষ্ণ কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পঙ্কজ চন্দ্র প্রমুখ।

পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিকে ত্বরান্বিত করা ও শীঘ্রই জেলা কমিটি পূর্নাঙ্গ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।##

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225