, , , , , ,

বরগুনায় চলছে রোগী কল্যাণ সমিতির দুদিনব্যাপি যাকাত মেলা

বরগুনা প্রতিনিধি :

বরগুনা জেনারেল হাসপাতাল রোগী কল্যণ সমিতির উদ্যোগে অসহায় ও দু:স্থ রোগীদের চিকিৎসা সহায়তায় অর্থ সংগ্রহের জন্য দুদিনব্যাপি যাকাত মেলা। সকাল ১০ টায় সদর রোডে মিজান টাওয়ার অ্যান্ড মসজিদ মার্কেটের সামনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ তানজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার সিভিল সার্জন ডা. মোঃ ফজলুল হক। সভাপতিত্ব করেন, রোগী কল্যাণ সমিতির সভাপতি ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নজমুল আহসান। রোগী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন সদস্য মনির হোসেন কামাল এর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন, রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ও সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ সহিদুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, সাধারণ সম্পাদক লায়লা আঞ্জুমান তানিয়া, আজীবন সদস্য হাসানুর রহমান ঝন্টু, ডা. মনিজা জলি, আবুল কালাম আজাদ। রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে অসহায় ও দু:স্থ রোগীদের ঔষধ, খাবার, উপকরণ, পরীক্ষা-নীরিক্ষা, যাতায়াত ভাড়াসহ অ্যাম্বুলেন্স ভাড়ায় সহায়তা দেয়া হয়। বেওয়ারিশ মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করা হয়। প্রতিমাসে শতাধিক রোগীর বিপরিতে লক্ষাধিক টাকা খরচ করা হয়। এককালীন ২ হাজার টাকা দিয়ে রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য হওয়া যায়। #

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225