এই প্রথম কোনো নারীকে পাকিস্তানে লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে কোনো নারী কর্মকর্তাকে এ পদে পদায়ন করা হয়নি। পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতি এ কথা জানানো হয়েছে।
৩০ জুন (মঙ্গলবার) তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, লেফট্যানেন্ট জেনারেল নিগার জোহর পদোন্নতি পেয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সার্জন জেনারেল হয়েছেন। এই প্রথম কোনো নারী পাকিস্তানি সামরিক বাহিনীর মেডিকেল কোরের প্রধান হলেন।
তিনি প্রতিবেশী আফগানিস্তানের প্রবেশদ্বার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবির বাসিন্দা। বর্তমানে তিনি সামরিক হাসপাতাল রাওয়ালপিন্ডিতে কমান্ড্যান্টের দায়িত্ব পালন করছেন।
২০১৭ সালে জোহর পাকিস্তানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন।