জামালপুরের সরিষাবাড়ীতে অটোবাইকের ধাক্কায় সুমাইয়া (৮) নামের দ্বিতীয় শ্রের্ণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধায় উপজেলার সরিষাবাড়ী-দিগপাইত প্রধান সড়কের সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহত শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ীর সামনে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত সড়কের পাশে অন্য শিশুদের সাথে ঘুড়ছিলো। এ সময় কামরাবাদ এলাকার অটো ভ্যান চালক মিন্টু মিয়ার অটো ভ্যানটি সুমাইয়াকে পেছন থেকে থাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অধিক রক্তক্ষরনের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এসময় পুলিশ অটোভ্যান চালক মিন্টু মিয়াকে আটক করেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। অটোভ্যান সহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুক ব্যবস্থা নেয়া হবে।