ফরিদপুরের সালথায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেনীর এক ছাত্রী। রবিবার (৯ আগষ্ট) দুপুরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ঘটনা স্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করেন।
জানা গেছে, উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের দাখিল মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেনীর এক মেয়ের বাল্য বিয়ের আয়োজন করেন তার দাদা। বিয়ের ওই কনে ওই গ্রামেরই সুলতানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। পাত্র পক্ষও হাজির ছিলো ঐ বাড়িতে।
দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গিয়ে ওঠেন ওই বাড়িতে। ৯ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে বিয়ে করতে আসার অপরাধে বরকে তিন হাজার টাকা জরিমানা ও বিয়ের আয়োজন করায় কনের দাদাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এবং কনের পর্যাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না এই মর্মে অঙ্গিকার নামা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।