বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের মেহনতী মানুষের কণ্ঠস্বর। তিনি শুক্রবার বিকালে উপজেলার লস্করদিয়ায় কেএম ওবায়েদ মঞ্জিলে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন গ্রাম বাংলা উন্নয়নের প্রতীক। কৃষকদের উন্নয়নে তিনি অবিরাম কাজ করেছেন।
সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, সহ-সভাপতি ও লস্করদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম জাজরিস, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দীন হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল ও সহ-সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার জানান, এসময় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের রাজেক শেখ, আইয়ুব মৃর্ধা ও বীনা মোল্যার নেতৃত্ব শতাধিক আওয়ামী লীগের সমর্থক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।