সারাদেশে নারীদের প্রতি সহিংসতা বন্ধসহ ধর্ষকদের বিচারের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ (সনাস) এর ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দরা।
সচেতন নাগরিক সমাজ (সনাস) ফুলবাড়ী শাখার আয়োজনে, রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত, স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহা সড়কের পাশে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন সচেতন নাগরিক সমাজ ।
মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ (সনাস) এর চেয়ারম্যান আরিফ খাঁন জয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সচেতন নাগরিক সমাজ এর মহাসচিব হামিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যন ইমাম রেজা,স্থানীয় সাপ্তাহীক ফুলবাড়ী বার্তা’র সম্পাদক তাজমিলুর রহমান নয়ন,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক রাসেল পাভেজ প্রমুখ। এসময় মানব বন্ধনে ফুলবাড়ীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।