, , , ,

দিনাজপুরে প্রাণ কেন্দ্র মুন্সিপাড়ায় বন্ড ক্লোথিং হাউজ উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ

দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র মুন্সিপাড়ায় ব্যাংক এশিয়ার নিচতলায় স্বনামধন্য ফ্যাশন ব্রান্ড নিয়ে ” বন্ড ক্লোথিং হাউজ ” এর শাখা উদ্বোধন হলো।

২৭ ফেব্রুয়ারী, ২০২১ শনিবার বিকেল ৪টায় ” বন্ড ক্লোথিং হাউজ ” এর শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্‌সী বাচ্চু।

এ সময় ” বন্ড ক্লোথিং হাউজ ” এর চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, এমডি মোহাম্মদ মিজান, জিএম মো. মনিরুজ্জামান, সিনিয়র এইচআর মো. সুলতান মাহমুদ, জুনিয়র এইচআর মো. রাব্বী নাইম, বিশিষ্ট শিক্ষাবিদ মো. হাবিব, বিল্ডিং-এর সত্বাধিকারী নুরুন্নবী সেজু, প্রকৌশলী আব্দুল আউয়াল, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. জিয়াউর রহমান নওশাদ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম খালেকুজ্জামান রাজু, দৈনিক তিস্তার বার্তা সম্পাদক মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন, বার্তা সম্পাদক আসলামুর রহমান মাহবুব, সাবেক কাউন্সিলর মো. মোস্তফা কামাল (মুক্তিবাবু) সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উত্তরবঙ্গের ১৬টি জেলায় স্বনামধন্য ফ্যাশন ব্রান্ড ” বন্ড ক্লোথিং হাউজ ” এর শাখা সুনামের সাথে গ্রাহকদের মন জয় করে চলছে। দিনাজপুর শহরের সাধারণ মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ” বন্ড ক্লোথিং হাউজ ” এর দিনাজপুর শাখার। সেটা আজ পূরণ হয়েছে।

প্রধান অতিথি দিনাজপুর প্রেসকাবের সভাপতি স্বরূপ বক্‌সী বাচ্চু বলেন উন্নতমানের ব্রান্ড ” বন্ড ক্লোথিং হাউজ “। এই শাখার শো-রুমে যে সমস্ত পণ্য রয়েছে তা অত্যাধুনিক এবং মানসম্মত।

উদ্বোধন শেষে শো-রুমের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225