মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
” এসো রক্তেজেতা বর্ণমালা সুন্দর করে লিখি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ” নাগরিক উদ্যোগ ” এর সভাপতি আবুল কালাম আজাদ এর সার্বিক সহযোগিতায় এবং মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবার মাহেন্দ্রক্ষণে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ” নাগরিক উদ্যোগ ” এবং ” এসসিডিএফ ” এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের অংশগ্রহনে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ।
২৮ ফেব্রুয়ারি, ২০২১ রোববার বিকেল ৫টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পরিচালনার দায়িত্বে ছিলেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নাগরিক উদ্যোগ এর সদস্য মো. রাজিউদ্দিন চৌধুরী ডাব্লিউ, নাগরিক উদ্যোগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরুল হক, নাগরিক উদ্যোগের স্বেচ্ছাসেবক টিম লিডার আফসানা ইমু এবং অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক টিমের সদস্য-সদস্যাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শিশু সংগঠক মো. মনিরুজ্জামান জুয়েল।
প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।