, , , ,

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভূঁইয়া ‘র দাফন সম্পন্ন

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন ভূইয়া ওরফে হোসেন মেম্বারের দাফন সম্পন্ন হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলায় জন্ম নেওয়া এই মুক্তিযুদ্ধা গত ৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মুছাপুর ইউনিয়নস্থ বীরশ্রেষ্ঠ মতিউর নগরের ( রামনগর) নিজ গৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শুক্রবার ২ টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর কলেজ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদুর রহমান খন্দকার ও রায়পুরা থানার পরিদর্শক ( তদন্ত ) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা।

এছাড়াও আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. সানাউল্লাহ ভূইয়া, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হোসেন ভূইয়া সহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের অনেক আওয়ামী নেতা উপস্থিত ছিলেন।
মরহুম আলতাফ হোসেন ভূইয়া ছিলেন একজন মুক্তিযুদ্ধা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কলেজের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225