মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
যশোর বেনাপোল মহাসড়কের দিঘীর পাড় নামক স্থানে বাস প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা ৫ জন গুরুত্বর আহত হয়েছে।
ওই সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক মোঃ মেহেদী হাসান রাজু বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন ও একটি প্রাইভেটকার দিঘীরপাড় পেট্রোল পাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়েছে। বেনাপোল ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বর্তমানে তাহাদের চিকিৎসা চলছে।
আহত ব্যক্তিদের প্রত্যেকের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে বলে জানা যায়।
Facebook Comments Box