, , , ,

ভারতে ১বছর কারাভোগখাটার পর বাংলাদেশী এক মহিলা কে বেনাপোল দিয়ে হস্তান্তর

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

ভারতে এক বছর জেল খাটার পর বেনাপোল দিয়ে রোজিনা বেগম নামে এক বাংলাদেশি মহিলাকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি বাগেরহাট জেলায়। সে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার পর সে দেশের পুলিশের কাছে আটক হয়। দীর্ঘ এক বছর জেল খাটার পর এনজিও সংস্থার মাধ্যমে আজ দেশে ফেরত আসে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান রোজিনা দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করার পর সে দেশে পুলিশের কাছে আটক হয়। পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করলে সে এক বৎস জেল খাটার পর। দু’দেশের যোগাযোগের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। ইমিগ্রেশন এর কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225