, , , ,

অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ দাফন করলেন বেনাপোল পোর্ট থানা সদস্যরা

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় স্টেশন রোডস্থ বটতলায় অজ্ঞাত এক বৃদ্ধ (৮৮) পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগীতা নিয়ে ভবারবেড় কবরস্থানে দাফন করার ব্যবস্থা করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে স্থানীয়রা অজ্ঞাত বৃদ্ধকে খাবার দিতে গিয়ে দেখে সে মারা গেছে।

স্থানীয়রা জানায়, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে সে স্টেশন এলাকার বটতলায় থাকতেন। ভবারবেড় গ্রামের সকলে তাকে খাবার দিতেন। প্রতিদিনের মত আজ খাবার দিতে গিয়ে দেখে সে মারা গেছে। তার কোন পরিচয় জানে না এলাকাবাসী। পরে পুলিশ অজ্ঞাত বৃদ্ধের মরদেহটি দাফনের ব্যবস্থা করে
এদিকে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, ভবারবেড় গ্রাম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে আছে। তার পরিবারের সন্ধান না পেয়ে ওসি’ মামুন খানের নির্দেশে ও স্থানীয়দের সহযোগীতায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225