, , , ,

নরসিংদীর পলাশ উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

সোমবার ০৫ এপ্রিল ২০২১ পলাশ উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাত্র দেড় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল শিল্পী রানী দাস (১৯)র। চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার প্রদীপ চন্দ্র দাসের মেয়ে শিল্পী রানী দাসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের জিনারদী গ্রামের বিমল দাসের ছেলে শ্যামল দাসের।
বিয়ের সময় ছেলের পরিবারকে এক লাখ ১০ হাজার টাকা যৌতুক ও এক ভরি স্বর্ণালংকার দেওয়ার কথাছিল মেয়ের পরিবারের কিন্তু মেয়ের পরিবার বিয়ের আগের দিন ছেলে পক্ষকেএক লাখ টাকা ও আধাভরি স্বর্ণালংকার দিতে সক্ষম হলেও বাকি আধাভরি স্বর্ণ ও ১০ হাজার টাকা দিতে অক্ষম হয় তারা।ফলে বিয়ের সাপ্তাহখানেক পর থেকেই নববধূ শিল্পী রানীর ওপর শুরু হয় অমানবিক নির্যাতন।স্বামীর পরিবার থেকে প্রতিনিয়ত এমন অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে নববধূ শিল্পী রানী তার পরিবারকে একাধিকবার ফোন করে জানিয়েছে যেনো খুব দ্রুতবর পক্ষকে তাদের দাবিকৃত যৌতুকের বাকি টাকা ও স্বর্ণালংকার দিয়ে দেওয়া হয়।কিন্তু মেয়ের পরিবার কিছুতেই যৌতুকের বাকি টাকা ওস্বর্ণালংকার দিতে পারছিল না।তাই তারা বিনয়ের সঙ্গে ছেলে পরিবারের কাছে ক্ষমা চেয়ে ৬ মাসের সময় চেয়েছিল যৌতুকের বাকি টাকা ও স্বর্ণ পরিশোধ করার জন্য কিন্তু পাষন্ড স্বামী শ্যামল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের বাকি টাকা ও স্বর্ণালংকার না পেয়ে অমানবিক নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করে নববধূ শিল্পী রানী দাসকে।এভাবেই এই অমানবিক ঘটনাটির বর্ণনা দিচ্ছিল নববধূ শিল্পী রানীর বড় ভাই শুভ চন্দ্র দাস।

সোমবার বিকালে পলাশ থানা পুলিশ নববধূ শিল্পী রানীর নিথর দেহটি স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।এই ঘটনায় সোমবার রাতে নববধূর ভাই শুভ চন্দ্র দাস বাদী হয়ে স্বামী শ্যামল ও শশুর বিমলকে আসামী করেএকটি হত্যা মামলা দায়ের করে।মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে অভিযুক্ত শ্যামল ও বিমলকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখমো. নাসির উদ্দীন জানান, ‘নিহত শিল্পী রানীর শরীরেবিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী শ্যামল ওশশুর বিমলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানোহয়েছে তবে নিহতের ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার মূলরহস্য উদ্ঘাটন করা যাবে।’

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225