সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা পুলিশ।
১৫/০৪/২০২১ইং তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে শহরের বিভিন্ন অলিগলি টহল দিতে দেখা গেছে। এবং শহরে ঢোকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট ।
গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরি সেবাদানকারী কিছু যান চলাচল অব্যাহত রয়েছে। শহরের শপিং মল ও দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে- নিত্যপয়োজনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো জেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা অভিযান।
এই কর্মসূচি বাস্তবায়ন করতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
লগডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রতিদিনই মাঠ পর্যায়ে কাজ করছে জেলা পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।