, , , ,

তালতলীতে জমে উঠেছে ২ টাকার ইফতার হাট

স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে নাম মাত্র ২ টাকায় ইফতারি বিক্রি করছে “সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন নামের একটি স্থানীয় সামাজিক সংগঠন। স্থাণীয় সামাজিক সংগঠন সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন উপজেলার তালতলী বাজারের উজ্জ্বল চত্তরে স্টল বানিয়ে মাইকিং করে গত ৯ রমজান থেকে দুই টাকায় এই ইফতারি বিক্রির এ কার্যক্রম শুরু করেছেন। বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার ইফতারি বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। যা পুরো রমজান মাস অব্যাহত থাকবে।


প্রতিদিনের ন্যায় আজ ইফতারি বিক্রি কার্যক্রমে উপস্থিত ছিলেন তালতলী শিল্প কলা একাডেমীর সাধারন সম্পাদক ও তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলশাত জাহান এলিচ, তালতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন,সাধারন সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপনসহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।
দিলশাত জাহান এলিচ বলেন, রমজান আত্নশুদ্দির মাস আমি ব্যক্তিগত ভাবে সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন প্রত্যেক ছেলে মেয়েকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি । মনে প্রানে তাদের জন্য দোয়া এবং দীর্ঘায়ু কামনা করছি। এ রমজান মাসে এতো সুন্দর ও মহতি কাজ করছে আমি ভবিষ্যতে সবসময় সূর্যশিখা সোশ্যাল অর্গানাইজেশন পাশে থাকবো তাদের সার্বিক সহযোগীতা করবো। আমরা তালতলীর পথচারী ও নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষ যাদের ইফতারি ক্রয় করার ক্ষমতা নেই তাদের ইফতারির ব্যবস্থা করতে পেরে খুবই ভালো লাগছে। সমাজে বৃত্তবানদের আহবান করবো তারা যেনো এ মহতি উদ্যেগে এগিয়ে আসে।
উল্লেখ্য সংগঠনটির শুভাকাঙ্খীদের অর্থায়নে প্রতিবছর রমজান মাস উপলক্ষে পথচারী ও নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষদের জন্য দুই টাকায় ইফতারী বিক্রির হাট বসে। এই হাটে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের মধ্যে ইফতার বিক্রি করা হয়। নাম মাত্র ২ টাকার প্রতিটি ইফতারির প্যাকেটে পরিমাণমত মুড়ি, বুট, পিয়াজু, বেগুনী, আপেল ও খেজুর রয়েছে। যা একজন রোজাদারের ইফতারির জন্য পর্যাপ্ত। সহযোগীতার হাত বাড়াতে পারেন আপনিও বিকাশঃ ০১৭৭৯০৪৬৫২১,রকেটঃ ০১৯৯৫৯৯৩৩০৬৪

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225