নরসিংদী প্রতিনিধিঃ
এ কেমন বর্বরতা, মধ্য যুগিয় বর্বরতা কে হার মানিয়ে দিল একটি ৫ বছর বয়সী ছোট্ট নিশ্পাপ শিশুর উপর শারীরিক নির্যাতনের ছাপকে, বিশ্ব যখন করোনা মহা আতঙ্কে বিপর্যস্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে চলছে করোনায় মৃত্যুর মিছিল সেখানে নরসিংদী শাহিন স্কুলের নার্সারি ক্লাসের ক্লাস টিচার ডালিয়া সুলতানা শাহীন স্কুল কর্তৃক নির্দেশনার কথা বলে তার বাসায় শিক্ষার্থী নিয়ে কোচিং ক্লাস চাল্লাচ্চে এবং পৈশাচিক ভাবে কচি কাচা শিশুদের উপর স্টীলের বেত দিয়ে বেত্রাঘাত করে অনেক শিশু কিশোর কে মারাত্মক জখম করে আসছে যা বাচ্চাদের শরীর ও মনের উপর মারাত্মক প্রভাব পরার যুঁকি রয়েছে গত একমাসে নরসিংদীর বিলাসদী এলাকার দুটি বাচ্চা তার এই নির্যাতনের স্বীকার হয়েছে তিনি সাংবাদিকদের জানানএর মধ্যেক একজন আমার আদুরে ভাতিজিকে মেরেছে। শাহীন স্কুলটি প্রশাসনের এলাকার সবচেয়ে নিকটস্থ সার্কিট হাউস এর পূর্ব পার্শ্বে হওয়া স্বত্বেও তাদের শিক্ষকদের দ্বারা কোচিং ক্লাস এর নাম করে হাতিয়ে নিচ্চে টাকা তার উপর এই পৈশাচিক নির্যাতন। তদন্ত পূর্বক এই জঘন্য গঠনার বিচার চাই।
শিশু কিশোর দের ও বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ অটেষ্টিক শিশু কিশোর দের অভিভাবক খ্যাত ও নরসিংদী জেলা করোনা প্রতিরোধ যুদ্ধের সেনাপতি মানবতার ফেরিওয়ালা মান্যবর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্যার এর সু দৃষ্টি কামনা করছি।