, , , ,

দিনাজপুরে বোরো চাল সংগ্রহ-২০২১ এর শুভ উদ্বোধন

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রনালয় এর আয়োজনে বোরো চাল সংগ্রহ -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৮ মে, ২০২১ শনিবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ -২০২১ এর শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর সিএসডি গোডাউন চত্বরে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শুভ সূচনা করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস. এম. সাইফুল ইসলাম, সহকারী খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম, সিএসডি’র ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, চাল কল মালিক সমিতির সভাপতি মোছোদ্দেক হুসেন, সহ-সভাপতি প্রতাপ কুমার সাহা পানু, সাধারন সম্পাদক মোসাদেক হোসেন চেীধুরী পাপ্পু, দিনাজপুর শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন আলো প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম বলেন, সরকার যে দাম নির্ধারন করেছে কোন রকম প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে সময় মত আমাদের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরন হবে। ইনশাল্লাহ মিল মালিকদের সহযোগিতায় আমাদের চাল সংগ্রহের অভিযান সম্পূর্ন হবে।

দিনাজপুর জেলায় এবারে বোরো চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।৯১ হাজার ৮২ মেট্রিকটন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225