, , , ,

দিনাজপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার খাদ্যসামগ্রী দুঃস্হ ও অসহায় পরিবারের হাতে তুলে দেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি মানবতার ফেরীওয়ালা যুবনেতা আলহাজ্ব রাশেদ পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ-কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

১১ মে, ২০২১ মঙ্গলবার বিকেল ৪টায় শহরের ৬নং ওয়ার্ডের শেরশাহ (বটতলা) মোড়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের আহবায়ক সুমন আহমেদ এর সভাপতিত্বে দুঃস্হ ও অসহায় পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানবতার ফেরীওয়ালা রাশেদ পারভেজ।

ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আরমান হোসেন, সজিবুর রহমান সজীব, মো. রাজু, রতন কুমার রায়, শ্যামল আহমেদ, সাগর রায় শরিফুল ইসলাম সবুজ ও আলমসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, ঈদ উপহার খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে লাচ্ছা সেমাই, খোলা সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিসমিস।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225