মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ
বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলা অওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় শিক্ষক মো. হায়দার আলীকে বাংলাদেশ আওয়ামী লীগের বানারীপাড়া পৌর শাখার দপ্তর সম্পাদক হিসেবে কোআপ করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. শাহে আলম। পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলামের স ালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, দপ্তর সম্পাদক আশরাফুল হাসান সুমন প্রমূখ। প্রসঙ্গত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাসুমকে দলীয় এ পদ থেকে বহিস্কার করা হলে এ পদটি শূন্য হয়।
মোঘল সুমন শাফকাত
বানারীপাড়া প্রতিনিধি
তারিখঃ ২২-০৫-২০২১ইং