, , , ,

নরসিংদী জেলা ডিবি পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০৪

সাদ্দাম রাজ, নরসিংদী থেকেঃ

মঙ্গলবার ২৫ মে ২০২১ নরসিংদীতে ৬০লিটার দেশীয় তৈরী (বাংলা মদ) চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রাতে শহরের বাজির মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, হুমায়ুন কবির (৫০), সাকিব (২০), গোবিন্ধ দাস (২২), ও তপন দাশ (৪২)।
বুধবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ নরসিংদীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নরসিংদী পৌর এলাকার বাজির মোড় থেকে দেশীয় তৈরী বাংলা মদসহ চারজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা ৪টি জারিকেনে ভর্তি দেশীয় তৈরী ৬০ লিটার বাংলা মদ (চোলাই মদ) ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবত নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় দেশীয় তৈরী বাংলা মদ (চোলাই মদ) ক্রয়-বিক্রয় করতো বলেও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের পাশাপাশি মাদক বিরোধী কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান র‍যাব-১১ নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: শাহ জালাল।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225