মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
৫ জুন, ২০২১ শনিবার বিকেল ৫ টায় দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানের পাশে (কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে মেহেগুনি ও কৃষ্ণচূড়ার চারাগাছ নিজ হাতে লাগান – দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি মানবতার ফেরিওয়ালা যুবনেতা আলহাজ্ব রাশেদ পারভেজ।
বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমকে সার্থক করার লক্ষ্যে সহযোগিতা হিসেবে অংশগ্রহণ করেন ইদি আমিন ফ্রান্সিস, তারিক আজিজ আজবীর, আবু নাসের মো. খালিদ হায়দার মার্সি, মকিদ হায়দার শিপন, মো. রওনক ফেরদৌস ও চৌধুরী মোহাম্মদ সাকিব।
Facebook Comments Box