মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের সভাপতি চাচা রাহাদ সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক ভাতিজা ফয়েজ আহম্মেদ শাওন পৌর শহরের দুইটি ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠান গুলোর নেতৃত্বে আসলো দুই নির্ভীক সাংবাদিক। ১ জুন মঙ্গলবার বিকালে বানারীপাড়া উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এর অনুমোদনে নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন তৃতীয় বারের মত জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে ৯ জুন বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক এর অনুমোদনে ফয়েজ আহম্মেদ শাওনকে বিনা প্রতিদ্বন্ধিতায় দক্ষিণ নাজিরপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়। বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটির অন্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর, সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, দাতা সদস্য সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক অপূর্ব লাল কর্মকার, সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, শিক্ষানুরাগী সদস্য হিমাদ্রী কুন্ডু, পদাধিকার বলে সদস্য পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দার, অভিভাবক সদস্য পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলম, নারী অভিভাবক সদস্য লাকি বেগম ও লাইজু বেগম ও দক্ষিণ নাজিরপুর স্কুল কমিটির অন্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন, সহ-সভাপতি হাবিবুর রহমান, পদাধিকার বলে সদস্য ২নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য সাইফুর রহমান রাসেল, শিক্ষানুরাগী সদস্য এসএম রফিকুল ইসলাম ও শারমিন সুলতানা পুতুল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোসাম্মৎ মাসুদা, অভিভাবক সদস্য রেহেনা আক্তার ও শারমিন। প্রসঙ্গত বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদেরও সভাপতি ছিলেন। এছাড়া তিনি বানারীপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য ও উপজেলা শিক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে থেকে আলোকিত বানারীপাড়া বির্নিমাণে আপসহীনভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে দুই চাচা ও ভাতিজা দুই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি এবং বানারীপাড়া প্রেসক্লাব ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।