বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী কামরুল হাসান মঞ্জুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে লোকবেতারের পক্ষ থেকে আজ মঙ্গলবার স্মরণ সভা করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন লোকবেতারের পরিচালক কাম স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন শেষে আলোচনা করেন, লোকবেতারের অনুষ্ঠান প্রযোজক সবুজ মিয়া, মো. সালমান, ফাতিমা আক্তার কাজল, লোকবেতারের ফেলো মারিয়া আক্তার মায়া, সোনিয়া আক্তার ও স্বেচ্ছাসেবক তামান্না আক্তার আলো।
লোকবেতারের প্রতিষ্ঠাতা কামরুল হাসান মঞ্জু ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। সভা শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
Facebook Comments Box