বানারীপাড়া প্রতিনিধিঃ
আগামী ১১ নভেম্বর ২০২১ বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউপি নির্বাচনের জন্য গতকাল রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার একটি ইউনিয়ন সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ইউপি চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র শান্তি পূর্ণভাবে দাখিল করেছেন। বিকাল ৫ টা পযর্ন্ত এর সংখ্যা বাড়তে পারে। আওয়ামীলীগের প্রার্থী(নৌকা প্রতীক) মোঃ আনোয়ার হোসেন মৃর্ধা। এসময় তার সাথে আওয়ামীলীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা সহ নেতৃবৃন্দ ছিলেন। স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া আওয়ামীলীগ প্রার্থীর ডামি প্রার্থী মোঃ কবীর হোসেন, মোঃ তারিকুল ইসলাম প্রমূখ মনোনয়ন পত্র দাখিল করেন