বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় এম. এ. লতিফ বহুমুখী আলিম ও ফজিলাতুন্নেসা ইয়াতিমখানা হিফজ মাদরাসার উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ অক্টোবর সকাল ১০টায় উত্তরপাড় বন্দর কেন্দ্রীয় ঈদগাঁহ্ কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, বানারীপাড়া বন্দর উত্তরপাড় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. আমজাদ হোসাইন, এম. এ. লতিফ বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুল হাসান, প্রমূখ।