, , , ,

দিনাজপুরের সূর্যসন্তান, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন নাগরিক শোকসভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ

দিনাজপুরের সূর্যসন্তান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠক ও কবি মো. মকবুল হোসেন (১৯৫২ – ২০২১) এর স্মরণে অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা।

২৪ অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭টায় দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মো. মকবুল হোসেন নাগরিক শোকসভা কার্যক্রম শুরু করা হয়।

নাগররিক শোকসভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেনের উপর স্মারক পত্র পাঠ করেন কবি তুষার শুভ্র বসাক এবং সূচনা বক্তব্য রাখেন লেখক, গবেষক ও বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক।

সৃজনশীল সংগঠন মনি মেলার প্রতিষ্ঠাতা নুরুল মতিন সৈকতের প্রানবন্ত সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেনের স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. মকবুল হোসেন নাগরিক শোকসভা’র সদস্য-সচিব আবুল কাসেম অরু, জাতীয় পার্টি-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জাসদ-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদুল্লাহ, একাত্তরের জয়বাংলা বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম তালুকদার, দিনাজপুরের মুক্তিযুদ্ধ ও গণহত্যা গবেষক, বিশিষ্ট সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী, দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু, দিনাজপুরের সংগ্রামী রাজনীতিবিদ কমরেড মাহমুদুল হাসান মানিক ও মকবুল হোসেনের কন্যা মৌসুমী ফেরদৌসী।

নাগরিক শোকসভার শুরুতে মকবুল হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং শোকসভা অনুষ্ঠানে দিনাজপুরের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225