মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সপ্তাহব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ – ২০২১ পালন উপলক্ষে (৩০ নভেম্বর – ০৫ নভেম্বর) জেলা পর্যায়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
৩০ অক্টোবর, ২০২১ শনিবার সকাল ১০ টায় দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ শুভ উদ্বোধন করেন দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার ও দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী।
রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা আকতার এর প্রানবন্ত সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিতা কুমারী গুপ্তা, শুভেচ্ছা বক্তব্য রাখেন ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ও রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ হাসনা ইয়াসমিন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এর অফিস সহকারী কাম কম্পিউটার মো. আব্দুর রহিম, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর সুমন চন্দ্র সাহা সহ রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাগণ।