কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (০১নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গোমস্তাপুরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, বাংলাদেশ স্কাউটস গোমস্তাপুর উপজেলা শাখার সম্পাদক নূরুজ্জামান বাবু, রহনপুর মুক্ত মহাদলের সম্পাদক মফিজ আহমেদ নাদিম, রহনপুর মুক্ত মহাদলের সফল যুবক এম এম শামসুর রহমান আকাশ, প্রশিক্ষণ উদ্যোক্তা হাসেম আলী, সুমা খাতুন প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।