মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
বাংলাদেশ তাঁতী লীগ-দিনাজপুর সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১নং চেহেলগাজী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা।
মতবিনিময় সভায় মো. আবু হোসেনকে আহবায়ক ও নিত্যানন্দ কর্মকারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ১নং চেহেলগাজী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
৩ নভেম্বর, ২০২১ বুধবার বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ বাজারস্থ আয়োজন কমিউনিটি সেন্টারে দিনাজপুর সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক এস.এম আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম আলাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সদস্য সচিব শামসুল হুদা শান্ত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের অন্যতম সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসী ও শহর তাঁতী লীগের আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক রোমান, স্বাগত বক্তব্য রাখেন ১নং চেহেলগাজী ইউনিয়ন তাঁতী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাশেদ বাঁধন।
কারিগরী কলেজের প্রভাষক হারুন-উর-রশিদ এর প্রানবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মো. তৈয়বুর রহমান, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. হামিদ, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. রেজাউল করিম (রাখি), ১নং ইউপি আওয়ামীলীগের সভাপতি মো. রায়হান শরীফ ও সাধারণ সম্পাদক মো. কাশেম আলী।
সভার শুরুতেই জেল হত্যা দিবস উপলক্ষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম ইস্কানদার বাবু, যুগ্ন আহবায়ক ইয়াসিন আলী, ৫নং শশরা ইউনিয়ন তাতী লীগের আহবায়ক শাহিনুর রহমান ও সদস্য সচিব শামসুজ্জামান, ৯ নং আস্করপুর ইউনিয়নের আহবায়ক মো. মনোয়ার হোসেন ও সদস্য সচিব শাহজাহান আলী, তাঁতী লীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় তাঁতী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় আগামীতে তাঁতী লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
দেশনেত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন কাজে তাঁতী লীগ পাশে থাকবে – বলেন জেলা তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল।