, , , ,

গোমস্তাপুরে ভোট পুনরায় :গননা ও  গেজেট প্রকাশ স্থগিতের দাবিতে আওয়ামীলীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

১১ নভেম্বর ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের
৩ টি কেন্দ্রের ভোট গণনায় ব্যাপক কারচুপি, ভোট পুনরায় গননা ও  গেজেট প্রকাশ
স্থগিত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী
আনসারুল হক। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন
চৌডলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এরফান আলী
চুটু, ওই তিন কেন্দ্রের পোলিং এজেন্ট যথাক্রমে জুবায়ের হোসেন, ইসরাইল
হোসেন , নাসিমুউদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে আওয়ামীলীগ প্রার্থী আনসারুল হক বলেন, নির্বাচনে
ব্যালটপেপার এজেন্টেদের সামনে গণনা করার কথা থাকলেও তা না করে মোমিন পাড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা
প্রতিকের এজেন্টের সাক্ষর গণনা করার  আগে নিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।
এছাড়া নন্দলালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন চলাকালীন সময়ে
নৌকার এজেন্টদের বের করে দেয়া হয়। ভোটগ্রহন শেষে ভোট গণনা নিয়ে গড়িমসি
শুরু করে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা। এক পর্যায়ে ওই তিন কেন্দ্র
এলাকার  ভোটাররা উত্ত্বেজিত হয়ে ওঠলে পুলিশের সহযোগীতায় ভোট গণনা না করে
ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন অফিসে নিয়ে আসা হয়।
পরবর্তীতে আমি উপজেলা সভাকক্ষে ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্রে উপস্থিত
হয়ে ওই তিনটি কেন্দ্রের ভোট গণনার জন্য রিটার্নিং অফিসার বরাবর লিখিত
আবেদন করি। কিন্তু অজ্ঞাত কারনে রিটার্নিং অফিসার ভোট গণনা ছাড়ায়
স্বতন্ত্র প্রার্থী ( আনারস) গোলাম কিবরিয়াকে চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান
পদে বেসরকারীভাবে নির্বাচিত করে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনারবাংলায় সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা
কার্যকর ও গনতান্ত্রিক ব্যবস্থা সম্মুন্নত রাখার স্বার্থে উর্ধতন
কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন সহ ভোট পুনরায়:
গননা ও  গেজেট
প্রকাশ স্থগিত রাখার ব্যবস্থা গ্রহনের আবেদন করছি
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম জানান,  এ
সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে প্রার্থীদের কোন অভিযোগ
থাকলে ফলাফল প্রকাশের  ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইবুনালে আবেদন করতে
হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225