, , , ,

স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে বঙ্গ বীর জেনারেল ওসমানী “গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১” বিতরণ 

বানারীপাড়া প্রতিনিধিঃ
শুক্রবার ১৯ নভেম্বর হোটেল-৭১ (বিজয় নগর) এর হল রুমে স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে বঙ্গ বীর জেনারেল ওসমানী “গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১” বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাউথ এশিয়ান সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নব নিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং সাউথ এশিয়ান সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান আলোচক শের- ই-বাংলা  কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি অতিরিক্ত সচিব(অর্থ) পীরজাদা শহীদুল হারুন, লালন জাতীয় কল্যাণ পরিষদের চেয়ারম্যান লালন কন্যা ফরিদা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব আর কে রিপন। বক্তৃতা করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান, শেখ রাসেল শিশু-কিশোর  পরিষদের সম্পাদক লায়ন মজিবর রহমান হাওলাদার, শরিয়তপুর ইত্তেফাক প্রতিনিধি অনল কুমার দে, ঝালকাঠির সাংবাদিক মোঃ আক্কাস সিকদার প্রমূখ। আলোচনা শেষে সাংবাদিক ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বানারীপাড়ার সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম সহ  বিভিন্ন শ্রেণি পেশার গুণীজনকে ক্রেষ্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।  পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225