মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার বেলা ১১ টায় বেসরকারি সংস্থা উপজেলা তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিলো “কমলা রঙের বিশ্ব গড়ি: নারীর প্রতি সহিংসতা বন্ধ করি”। এ উপলক্ষে নাগরিক উদ্যোগ অফিস রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন। মাঠ সংগঠক মোঃ মাসুম বিল্লাহর স ালনায় বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারী নেত্রী হোসনেয়ারা বেগম, সুমাইয়া খানম, ফারহানা ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক মোঘল সুমন শাফকাত, আব্দুল আউয়াল সহ বিভিন্ন ইউনিয়নের নারী নেত্রীবৃন্দ। আলোচনা শেষে বর্নাঢ্য র্যালী বের করা হয়।