, , , ,

বিয়ের প্রলোভনে ধর্ষণঃ গোমস্তাপুরে বিচার না পেয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

কাবিরুল ইসলাম গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতারক প্রেমিক কর্তৃক বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক এইচএসসি পরীক্ষার্থী কীটনাশক পানে আত্নহত্যার চেষ্টা করেছে। রোববার বিকেলে সে কীটনাশক পানে আত্মহননের চেষ্টা করে। সন্ধ্যায় স্বজনরা তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান,উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের মনিরুল ইসলামের ছেলে আল আমিনের সাথে প্রায় এক বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগ সে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে একাধিক বার ধর্ষণ করে। সম্প্রতি তাকে বিয়ের জন্য বললে সে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেয়। এতে সে হতাশ হয়ে কীটনাশক পান করে। এ ব্যাপারে অভিযুক্ত আল-আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে এ ঘটনায় প্রায় ১ মাস পূর্বে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহন করেনি বলে অভিযোগ করে তার পরিবার। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225