কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় ‘মাদরাসাতু বাইতিল হিকমাহ্ আল মুআসারাহ্’ মাদরাসার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসা চত্বরে এ ফলক উন্মোচন করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি ড. আব্দুল্লাহ ফারুক ও মহাসচিব ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রফেসর এ কে এম শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মু: জিয়াউর রহমান, অপর সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,বাংলাদেশ জমঈয়তের আহলে হাদীসের জেলা সভাপতি আব্দুল খালেক রহমানী, মাদরাসার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশীদ ও সম্পাদক ডা. সুলতান আহমদ, ডা.আশরাফুল ইসলামসহ অন্যরা।
Facebook Comments Box