, , , ,

গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর শপথ অনুষ্ঠানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী  উদযাপনে এবং নতুন প্রজন্ম সহ সকলকে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষায় আলোকিত, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে মাহিন্দ্র ক্ষণে এক শপথ অনুষ্ঠান  আগামী 16 ডিসেম্বর বিকাল ৪.৩০ মিনিটে  বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন এর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে উপলক্ষে  গোমস্তাপুরে উপজেলা প্রশাসন এই প্রস্তুতি সভা আয়োজন করে। বুধবার সকাল 10 টায় উপজেলা সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান।   বক্তব্য দেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি মু: জিয়াউর রহমান, অপর সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খান, তাজুল ইসলাম সোনারর্দি,গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা সহ  অন্যরা।

আগামী 16 ডিসেম্বর বিকাল ৪.৩০ টায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত  কর্মসূচি  মুজিববর্ষে মাহিন্দ্র ক্ষণে  শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করার জন্য সকল স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছাএছাএী নিয়ে আসা, ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225