আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, সভা ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খায়রুল বাশার বুলবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সি,এম রেজাউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী প্রেসক্লাব সভাপতি রেজাউর করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, এমইউ বলিকা বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা পারভীন, আম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর বরগুনা এরিয়া ম্যানেজার কাজী জসীম উদ্দিন, আমতলী ব্রা ম্যানেজার মোঃ কাইয়ূম শেখ, আমতলী উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অশোক কুমার মজুমদার প্রমূখ।
সভা শেষে আমতলী উদীচী শিল্পী গোষ্ঠী দুর্নীতি বিরোধী ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠান স ালনা করেন আমতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দ নুহু উল আলম নবীন।