, , , ,

আজ রহনপুর মুক্ত দিবস এক আনন্দ র‍্যালী

কাবিরুল ইসলাম  গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি  :

আজ (শনিবার) চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ রহনপুর  শহর হানাদার মুক্ত হয়।

রহনপুর মুক্ত দিবস মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে  এক সাগর রক্তের বিনিময়ে সূচনা লগ্নে রহনপুর পাক হানাদার মুক্ত হয়

যথাযথ মর্যাদায় সাথে  দিনটি উদযাপনের লক্ষ্যে রহনপুর  গোমস্তাপুর উপজেলায়  আনন্দ র‍্যালী বের  করা হয়।

দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড  উপজেলা পরিষদ  চত্ত্বর  থেকে এক আনন্দ র‍্যালী বের করে রহনপুর পধান পধান সড়ক ঘুরে র‍্যালী শেষ হয়।

উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। বক্তব্য দেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি মু: জিয়াউর রহমান, অপর সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: গোলাম মোস্তাফা বিশ্বাস,।

গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ,গোমস্তাপুর থানার ওসি তদন্ত কেন্দ্র  সেলিম রেজা সহ  অন্যরা।

এ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন কচি জানান, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ এলাকা ৭ নং সেক্টরের অধীন ছিল।

১৯৭১ সালের ১১ ডিসেম্বর খুব সকালে লেফটেনেন্ট রফিকের নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জনের মুক্তিযোদ্ধাদের একটি দল বাঙ্গাবাড়ী থেকে রহনপুর অভিমুখে রওনা হয়। পথে আলিনগর এলাকার মুক্তিযোদ্ধারাও তাদের সাথে যোগ দেন।

এ ছাড়া মহানন্দা নদী পেরিয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশের আগেই ভোরে পাক সেনারা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা সেনা ক্যাম্প গুটিয়ে ট্রেনযোগে পালিয়ে যায় এবং রহনপুর শহর মুক্ত হয়।

পরে মুক্তিযোদ্ধারা নাচোল-আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা হয় এলাকাগুলো মুক্ত করতে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225