কাবিরুল ইসলাম গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্ৰামের মৃত কালু রায়ের ছেলে শ্রী ভাগিরায়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে কে বা কাহারা আগুন লাগিয়ে পালিয়ে যায়।
শ্রী ভাগিরায় বলেন,এ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন থেকে আমার বাড়ির পাশের মনিরুল ইসলাম এর সাথে ঝামেলা হয়ে আসছে। গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সাথে আমার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।তার সুবাদে সে আমার বাড়িতে আগুন লাগাতে পারে বলে আমার ধারণা।
প্রতিবেশী মাহিন্দ্র রায় বলেন, আদিবাসী বলে তারা এই ভাগিরায়ের বাড়িতে আগুন লাগিয়েছে।এতে তার বাড়িতে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।এর আগেও তার উপর হামলা চালিয়েছিল মনিরুল। ঘটনার বিষয়ে ভাগিরায় গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Facebook Comments Box