চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর টু আড্ডা সড়কের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার বিকাল চারটার সময় কভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এসময় ঘটনাস্থলে লোকজন উপস্থিত হয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহত ড্রাইভারকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত ড্রাইভার আশঙ্কাজনকভাবে আহত হয়েছে বলে জানাই ।
এসময় উপস্থিত জনতার কাছে জানতে চাওয়া হলে তারা জানান কাভার ভ্যানটি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এনায়েতপুর বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে রহনপুর আড্ডা এই সড়কে দুর্ঘটনায় সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে বিনীতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এ রাস্তার দ্রুতগামী যানবাহন গুলোকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হয়