সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এছাড়া রহনপুর মুক্তাশা হল রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান
গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।
উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মু: জিয়াউর রহমান, অপর সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: গোলাম মোস্তাফা বিশ্বাস,।
রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ,গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা সহ অন্যরা।সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
এ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন কচি জানান, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ এলাকা ৭ নং সেক্টরের অধীন ছিল।